alo
ঢাকা, শনিবার, মার্চ ২৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হকের নামে সড়ক উদ্বোধন

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৮:১৫ পিএম

বীর মুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হকের নামে সড়ক উদ্বোধন
alo

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর থেকে ঈশ্বরদীর দাশুড়িয়ার তেতুলতলা পর্যন্ত বীরমুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হক সড়কের নামফলকের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে প্রধান অতিথি হিসেবে সড়কের নামফলক উন্মোচন করেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল।

দাপুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম সাজেদুল ইসলাম নিলুর সভাপতিত্বে এ উপলক্ষ্যে মাধপুর বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক, দাপুনিয়া ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান কামরুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু বকর খান, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক মন্ডল, টেবুনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, টেবুনিয়া শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ডা. মফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বীরমুক্তিযোদ্ধা শহীদ তোজাম্মেল হকের ভাতিজা আমেরিকা প্রবাসী প্রকৌশলী এমদাদুল হক রঞ্জু। 

নিউজনাউ/কেআই/২০২৩
 

X