alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ দালালের জেল-জরিমানা

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২২, ০৭:৫৩ পিএম

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, ৩ দালালের জেল-জরিমানা
alo

 

কুষ্টিয়া প্রতিনিধি: গ্রাহকের সেবা প্রদানে ঘুষ ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাবেক এক আনসার সদস্যসহ তিন দালালকে এক মাস করে কারাদণ্ড ও ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

যাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে, মো. দেলোয়ার হোসেন, সাবেক আনসার সদস্য মো. মহিবুল ইসলাম ও মো. রিপন।

বুধবার (২৪ আগস্ট) অভিযানকালে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত সায়মা টেলিকমের মালিক মো. মহিবুল ইসলাম ও লিটন এন্টারপ্রাইজের কর্মচারী রিপনের কাছ থেকে নগদ অর্থসহ গ্রাহকদের নামীয় বিপুল পরিমাণ ডেলিভারি স্লিপ উদ্ধার করা হয়। এর সঙ্গে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহিদুল ইসলামের সম্পৃক্ততা পেয়েছে দুদক টিম।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুদকের সহকারী পরিচালক বিশ্বনাথন আনন্দ, মো. রকিবুল ইসলাম ও উপ সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলাম, মো. আবু তালহা, মো. আশিকুর রহমান এবং সুরাইয়া সুলতানার সমন্বয়ে গঠিত টিম অভিযান চালানো হয়। তাৎক্ষণিকভাবে দীর্ঘদিন ধরে দালালির সঙ্গে যুক্ত তিন জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

 

 

নিউজনাউ/আরএ/২০২২

X