alo
ঢাকা, রবিবার, অক্টোবর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২২, ০৭:৫৪ পিএম

নবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
alo

 

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারে মোটরসাইকেলের ধাক্কায় খোরশেদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যার সময়। 

নিহত বৃদ্ধ খোরশেদ মিয়া নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত ফটিক মিয়ার পুত্র। 

বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ জানান, সন্ধ্যার পূর্বে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের মিলনগঞ্জ বাজারের কাছে একটি মোটরসাইকেলের ধাক্কায় খোরশেদ মিয়া নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। তিনি পার্শ্ববর্তী রামপুর গ্রামের। 

এসময় দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল চালককে গুরতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া করা হয়েছে। ওসি বলেন মোটরসাইকেল চালক ইমামবাড়ি বাজারের টেইলারিংয়ের ব্যবসা করেন বলে জানতে পেরেছেন। পুলিশ নিহতের লাশ সুরতহাল করার জন্য থানায় নিয়ে এসেছে।

নিউজনাউ/আরবি/২০২২ 

X