alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০৬:০২ পিএম

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর
alo

 


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দশম শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর রেল স্টেশনের অদূরে জিকে খালের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মিরপুর বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র নাঈম হোসেন ও মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ঋতু খাতুন। নাঈম মিরপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের নওপাড়া মহল্লার আজিজের ছেলে ও  ঋতু মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, তিন শিক্ষার্থী মিরপুর তহ বাজারের রাজু মাস্টারের কোচিং সেন্টারে যাচ্ছিল। পথে জিকে খালের রেল ব্রিজ পার হতে গেলে পিছন দিক রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি  তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তবে অপর শিক্ষার্থী ট্রেন আসার বিষয়টি আগে টের পেয়ে খালের পানিতে লাফ দিলে প্রাণে বেঁচে যান।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অফিসার ফোর্স পাঠানো হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজনাউ/আরবি/২০২২

X