রংপুর ব্যুরোঃ রংপুরের তারাগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সাতজনের নাম ও পরিচয় জানা গেছে।
নিহতরা হলেন, তারাগঞ্জের হাড়িয়ালকুঠি এলাকার আনোয়ার হোসেন (৩৫), সৈয়দপুরের কুন্ডল এলাকার মহসিন হোসেন ( ৪২), তারাগঞ্জের পল্লী চিকিৎসক আনিছুর রহমান (৪৮), সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জুয়েল রানা (২২), গাইবান্ধার সাদেক আলী (৬৫), তারাগঞ্জের ধনঞ্জয় রায় (২৭) এবং জীবন রহমান (২৮) (ঠিকানা অজ্ঞাত)।
অপর দুইজনের নাম ও পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে ৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।
নয়জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান।
এদিকে, দুর্ঘটনায় হতাহতদের দেখতে সোমবার সকালে হাসপাতালে যান রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এসময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং নিহতদের দাফন-কাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার করে টাকা প্রদান করেন। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতের কথা জানান জেলা প্রশাসক আসিব আহসান।
এর আগে রবিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে দুইজন, সোমবার ভোরে একজন এবং সকালে একজন মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী।
রমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান সোমবার সকালে জানান, রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজন এবং ভোরে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৫৮ জন আহত বাসযাত্রী আসেন। এরমধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
স্থানীয়রা জানায়, রাত থেকে প্রচন্ড বৃষ্টি হয় ওই এলাকায়। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধার কাজ পরিচালনা করেন
নিউজনাউ/এবি/২০২২