রংপুর ব্যুরোঃ রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার বিকেলে পুলিশ বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়নগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার গঙ্গাচড়ায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিএনপি। দুপুরের পর থেকে উপজেলার পুরাতন সোনালী ব্যাংক মোড় এলাকায় জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা। এরপর বিকেল সাড়ে ৪টার পর বিএনপি নেতাকর্মীরা পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে গঙ্গাচড়া বাজারের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশ ও বাজারের দোকান উদ্দেশ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেনসহ ১৫ পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মী, পথচারী, ব্যবসায়ী, সাংবাদিক মিলে অর্ধ শতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল মেরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ। তিনি পুরো ঘটনা ক্ষতিয়ে দেখার নির্দেশ দেন পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীকে।
রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন রায়হান জানিয়েছেন, বর্তমানে গঙ্গাচড়ার পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন সেজন্য ভিডিও ফুটেজ দেখে যাচাই-বাছাই করে মামলা দায়ের করা হয়েছে।
নিউজনাউ/এবি/২০২২