alo
ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় সবজি ক্ষেতে কৃষকের মরদেহ

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৯ পিএম

কুষ্টিয়ায় সবজি ক্ষেতে কৃষকের মরদেহ
alo

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় মফিজ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বিত্তিপাড়া এলাকার মংলাগাছা মাঠের সবজি (পুইশাক) ক্ষেত থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মফিজের বয়স ৫৫ বছর। সে কুষ্টিয়ার সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর এলাকার মোহাম্মদ আলী ছেলে। মফিজ এলাকায় কৃষি কাজ করতেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুন জায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে বিত্তিপাড়া এলাকার মংলাগাছা মাঠে একটি সবজি (পুইশাক)ক্ষেতে নিহতের পা বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে প্রাথমিকভাবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

নিউজনাউ/আরবি/২০২২

X