alo
ঢাকা, সোমবার, নভেম্বর ২৮, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

সড়কে প্রাণ গেলো শিশুর

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪০ পিএম

সড়কে প্রাণ গেলো শিশুর
alo

রংপুর ব্যুরো: রংপুরের তারাগঞ্জের বাড়াতি ব্রীজে আবারো সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ৮ জন। তাদের রংপুর মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন দু’জন।  

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ১১টার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের বাড়াতি ব্রীজ এলাকায় চট্টগ্রাম থেকে আসা ঠাকুরগাওগামী শ্যামলী পরিবহন পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলে সুরাইয়া আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার ইকোরচালী সরকারপাড়া গ্রামের ভূট্ট মিয়ার মেয়ে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

দূর্ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও এর চালক ও হেলপার পালিয়েছে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর দুই বাসের মুখোমুখি সংর্ঘষে একই স্থানে ৯ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৬২ জন।


নিউজনাউ/এবি/২০২২

X