কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে অবৈধ আগ্নেয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবি।
সোমবার (০৩ অক্টোবর) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ অস্ত্র উদ্ধারের তথ্য জানায় ৪৭ বিজিবি, কুষ্টিয়ার অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোর্শেদ।
প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রবিবার (০২ অক্টোবর) দিবাগত রাত ১১টার সময় দৌলতপুর উপজেলার বিলগাথুয়া বিওপির এলাকার সীমান্ত পিলার ১৫০ হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া নদীরপাড় নামক স্থানে নায়েব সুবেদার মো. আব্দুর রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি এবং ০১ টি ম্যাগাজিন উদ্ধার করা করা। যার আনুমানিক মুল্য ১ লাখ ১০হাজার ৪শ টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ দৌলতপুর থানায় জমা করা হয়েছে বলেও জানায় বিজিবি।
নিউজনাউ/এবি/২০২২