জয়পুরহাট প্রতিনিধি: খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর ৪টার দিকে জয়পুরহাট রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার সময় এই দুর্ঘটনা ঘটে।
কুয়েট শিক্ষার্থী রাহুল হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কালীপাড়া গ্রামের মৃত শাহরিয়ার নাইচের ছেলে। তিনি লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও নিহত কুয়েট শিক্ষার্থী রাহুল হোসেনের মানিব্যাগে পাওয়া ট্রেনের টিকিটের সূত্র ধরে জানা গেছে, কুয়েটের একাডেমি পরীক্ষা শেষ করে বাড়ির উদ্দেশ্যে বের হন তিনি।
এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, কুয়েটের একজন শিক্ষার্থী জয়পুরহাট রেলস্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
নিউজনাউ/এসএইচ/২০২২