alo
ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
হাটহাজারীতে কমপ্লেক্স ভবন নির্মাণ

১৫ মাস মেয়াদের প্রকল্পটি ২১ মাসেও দেখেনি আলোর মুখ

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২২, ০৪:৫৮ পিএম

১৫ মাস মেয়াদের প্রকল্পটি ২১ মাসেও দেখেনি আলোর মুখ
alo

মো. আবু শাহেদ, হাটহাজারী: চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ শুরুর আগেই কাজের মেয়াদ শেষ হয়েছে! মেয়াদ শেষ হলেও ভবন নির্মাণ কাজ চারভাগের এক ভাগও শেষ হয়নি। ১৫ মাস মেয়াদের প্রকল্পটি ২১ মাস পরও দেখেনি আলোর মুখ। এতে অন্ধকারে, চরম দুর্ভোগে সরকারি ১৭টি দপ্তর। 


উপজেলা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অফিস কমপ্লেক্স ভবন নির্মাণে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারির ২২ তারিখ। মেয়াদ শেষে এখনও ভবনের দেখা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার একাধিক কর্মকর্তা, কর্মচারী।


জানা যায়, উপজেলায় ১৭টি দপ্তর রয়েছে। এদিকে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য দপ্তর গুলো ভেঙে ফেলায় উপজেলা আবাসিক ভবন ও ডরমিটরিতে কর্মকর্তাদের ভাগাভাগি করে দাপ্তরিক কাজ চালিয়ে যেতে হচ্ছে। যার ফলে হাটহাজারীবাসীকে সেবা পেতে নানামুখী হয়রানি ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এবং আবাসিকে থাকা কর্মকর্তা, কর্মচারীদের পরিবারেরাও বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন।


কর্মকর্তাদের অভিযোগ, উপজেলায় বিভিন্ন দপ্তর থাকলেও পুরোনো ভবন ভেঙে ফেলায় কর্মকর্তাদের জন্য নেই কোনো স্বতন্ত্র দপ্তর ব্যবস্থা। উপজেলা প্রশাসনের তদারকির গাফিলতি, অদক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া, অদক্ষ জনবল দিয়ে কাজ করানো, এমনকি সংশ্লিষ্ট প্রকৌশলী দপ্তরের ব্যর্থতায় কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনো ভবন বুঝে পাওয়া কিংবা কাজের উদ্বোধন করাতে পারেনি। উপরন্তু  এই অনিয়মের বিরুদ্ধে প্রকৌশলী দপ্তর ও উপজেলা প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপও লক্ষ করা যাচ্ছে না।


সরেজমিনে উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণাধীন এলাকা ঘুরে দেখা গেছে, মূল ভবনের কাজ এখনো শুরু হয়নি। সয়েল টেস্টের পর ওই এলাকায় টিনের ঘেরা দিয়ে সবেমাত্র কয়েকটি পাইলিংয়ে কাজ চলছে। অথচ এ কাজের মূল ভবনে পাইলিং ২১৩২ ও হলরুমে ১৬২০ সেন পাইলিং করার কার্যাদেশ দেওয়া হয়েছে। কিন্তু কাজটি উন্মুক্ত টেন্ডার হলেও সয়েল টেস্ট রিপোর্ট অনুযায়ী মাটির বিয়ারিং ক্যাপাসিটি কত, ভবনের পার স্কয়ার ফিট ধারণক্ষমতা কত, জানা যায়নি। নির্মাণ কাজের পশ্চিমপাশে টিনের ঘেরার বাহিরে কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ উদ্বোধনের দেওয়াল ফলক স্থাপন করা হলেও কিন্তু এখনো ওই কাজের উদ্বোধনও করা হয়নি।


প্রকৌশলী দপ্তর সূত্রে জানা যায়, গত ২০সালের সেপ্টেম্বর মাসে করোনাকালীন সময়ে উপজেলা প্রকৌশলী চৌধুরী মো. আসিফ রেজা স্বাক্ষরিত দুইটি জাতীয় দৈনিক ও একটি অখ্যাত আঞ্চলিক পত্রিকায় টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে ৬কোটি ২৩ লাখ ৯০ হাজার ৮ শত ৭৬ টাকা মূল্যে  উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের অনুমোদন হয়। পরে ২০২১সালের ২৯শে জানুয়ারি ই-টেন্ডারে মাধ্যমে ২২শে ফেব্রুয়ারি দরদাতা মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারি সাইফ উদ্দিন চৌধুরী সাবুকে ২১% সর্বনিম্ন দরপত্রে কমপ্লেক্স ভবন নির্মাণের দায়িত্ব বুঝিয়ে দেন। কিন্তু ২১% সর্বনিম্ন দরপত্রে ঠিকাদার প্রতিষ্ঠান ওই কাজটি সম্পন্ন করতে পারবেন কিনা পিপিআর (পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ বিধিমালা ২০০৮) এর কত নাম্বার ধারায় বলা আছে কিংবা বর্তমান কাঁচামাল শিল্পের ঊর্ধ্বগতিতে ওই দরপত্রে কিভাবে প্রকল্প বাস্তবায়ন করবেন তা প্রশ্ন রয়ে যায়। আইনে বলা আছে ১০% সর্বনিম্ন দরপত্র যোগ্যতা সম্পন্ন দরদাতা। মূল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান চৌধুরী এন্টারপ্রাইজ কাজ নিলেও দ্বিতীয় ব্যক্তির তদারকিতে চলছে প্রকল্প বাস্তবায়নের কাজ।বিলম্বের বিষয়ে জানতে সাইফ উদ্দিন চৌধুরী সাবুকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।চলতি বছর ২৪মে, ১৫ মাস মেয়াদি কাজটি সম্পন্ন করার কথা থাকলেও উপজেলা দপ্তর গুলোকে পূর্ণবাসন করা ও পুরাতন ভবন ভেঙে কমপ্লেক্স নির্মাণ কাজ যথাসময়ে ওই ঠিকাদার প্রতিষ্ঠানকে বুঝিয়ে দিতে ব্যর্থ হওয়ায় কাজের মেয়াদ শেষ হয়ে গেছে বলে জানান উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে। 


তিনি নিউজনাউকে বলেন, কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ দেরিতে হওয়া এটা আমাদেরই ব্যর্থতা। ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দিয়েছি চলতি বছরের ২২ আগস্ট। এদিকে তার আগেই কাজের মেয়াদ শেষ। গত ২ অক্টোবর কাজের সময় বর্ধিতকরণ বিষয়ক সভা করা হয়েছে। মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সভায় রিভাইস ওয়ার্কের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


এনিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম নিউজনাউকে বলেন, কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ আরও দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী দপ্তর ও ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগাদা দেয়া হবে। কাজ সম্পন্ন হলে সকল দপ্তরকে দাপ্তরিক কাজের জন্য অফিস বুঝিয়ে দেওয়া হবে।

নিউজনাউ/পিপিএন/২০২২


 

X