alo
ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

গ্রামজুড়ে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকার লড়াই

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২২, ০৪:২৪ পিএম

গ্রামজুড়ে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকার লড়াই
alo

 

মেজবা উদ্দিন পলাশ, কুষ্টিয়া : ফুটবল বিশ্বকাপ এলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নানা প্রতিযোগিতা শুরু হয়ে যায়৷ মেসি বা নেইবার হয়তো জানেই না তাদের ভক্তকুল হজার মাইল দূরে থেকেও ভালোবেসে তৈরি করছে পছন্দের দলের পতাকা। ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী প্রিয়  ফুটবল দলের প্রতি ভালোবাসা আর বাঁধভাঙা উচ্ছ্বাস নিয়ে বিশ্বকাপ ফুটবল উন্মাদনার ঢেউ লেগেছে কুষ্টিয়া জেলায়ও।

এ বছর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোপকগ্রামের কয়েকশ আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা তৈরি করেছেন নিজ নিজ পছন্দের দলের বিশাল পতাকা।

আসন্ন কাতার ফুটবল বিশ্ব কাপকে সামনে রেখে ফুটবল দলের প্রতি শুভকামনা জানিয়ে গ্রামজুড়ে
পিচঢালা সড়কের দু'পাশে ব্রাজিল-আর্জেন্টিনার লম্বা পতাকা টাঙায় সমর্থক গোষ্ঠী’।

দু’দলের সমর্থকরা পতাকা টাঙানোর ছবি ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। আশপাশের গ্রামের লোকজনও দলে দলে আসছেন দু’দলের পতাকা দেখতে। 

ফুটবল বিশ্বকাপ নিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের উন্মাদনা এলাকার মানুষের এখন আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে। খেলার মধ্যে যারা শুধুই আনন্দ খোঁজেন, তারা এ ঘটনায় বেশ আনন্দ পাচ্ছেন।  

আর্জেন্টিনার সমর্থক গোপকগ্রামের বাসিন্দা অনিক বলেন, আমরা আর্জেন্টিনার প্রতি সমর্থন জানিয়ে গ্রামে শোভাযাত্রা করি। পরে সেই পতাকা গ্রামের রাস্তার ধারে গাছের সঙ্গে টাঙিয়ে দেই। আমাদের দেখেই ব্রাজিলের সমর্থকরাও পতাকা টাঙিয়েছে। আর্জেন্টিনায়  খেলছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। এবারেই মেসির শেষ বিশ্বকাপ। এবার মেসির নেতৃত্বে কাতার বিশ্বকপও জিতবে আর্জেন্টিনা এটা আমাদের আশা।

ব্রাজিল সমর্থক একই গ্রামের বাসিন্দা নয়ন মন্ডল বলেন,বিশ্বকাপ ফুটবল মানেই আমাদের নানান আয়োজন। সবার থেকে বড় পতাকা বানানো। খেলা বিষয়ে সারাদিন আলোচনা করা। 
রাত জেগে খেলা দেখা। আর প্রিয় দলের বিজয় আনন্দে মেতে ওঠা। দলের প্রতি ভালবাসা থেকেই এত বড় পতাকা তৈরি করা হয়েছে। এ বছর ব্রাজিলের বিজয় হবে এটাই আমাদের আশা।

এ বিষয়ে কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন হোসেন বলেন, প্রতি আসরেই ভক্তরা তাদের প্রিয় দলের পতাকা তৈরি করে। তবে এর জের ধরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। কেউ যেন বিশৃঙ্খলায় না জড়াতে পারে সেজন্য পুলিশের সজাগ দৃষ্টি থাকবে সবসময়।


নিউজনাউ/এসএইচ/২০২২ 
 

X