রাজশাহী ব্যুরো: রাজশাহীতে জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা জামায়াতের নায়েবে আমির হাফিজুর রহমান (৬০), জামায়াত কর্মী মহানগরীর মহানগরী বড় বনগ্রাম এলাকার ঈদুল হোসেন (৪৫), একই এলাকার আবু হেনা মো. আহসান উদ্দিন (৩৮), কয়েরদাড়া বিলপাড়ার শিমুল (২৬), বিলশিমলা বন্ধগেট এলাকার হোসাইন রিফাত (২১) এবং পাঠানপাড়া এলাকার বাকীবিল্লাহ (৫৭)।
আরএমপির বোয়ালিয়া জোনের উপকমিশনার (ডিসি) আরেফিন জুয়েল জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবির কর্মীরা কোনো অনুমতি ছাড়া মিছিল বের করে। পরে পুলিশ মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তার করে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালানো হয়। এ সময় জামায়াত ইসলামীর শাহ মখদুম থানা নায়েবে আমীর হাফিজুর রহমানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দুইজন অন্য মামলার এজাহারভূক্ত আসামী।
নিউজনাউ/এসএইচ/২০২২