গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ি থানা পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সকালের দিকে মহানগরের কোনাবাড়ি থানার সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন।
নিহতেরা হলেন শফিকুর রহমান ও তাঁর স্ত্রী নাসরিন আক্তার। দুজনের বাড়ি নীলফামারীর ডিমলা থানার ডাঙ্গারহাট গ্রামে।
এসব তথ্য জানান কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন। তিনি বলেন, ‘সিকদারপাড়া এলাকার শুকুর শিকদারের ছয় তলা আবাসিক ভবনের নিচতলায় ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। বাড়িটির প্রহরী শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।
পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙে খাটের উপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) কোনাবাড়ী থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
নিউজনাউ/এফএস/২০২২