নিউজনাউ ডেস্ক: রাজধানীর মিরপুরের ইমাম নগর এলাকায় এসির লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হাজেরা বেগম (৪৫) মারা গেছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত একটা দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্স ইউনিটে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
তিনি বলেন, গতকাল মিরপুর থেকে দগ্ধ অবস্থায় দুইজন আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে হাজেরা বেগম রাতে চিকিৎসাধীন অবস্থায় এইচডিইউতে মারা যান। তার শরীরের নব্বই শতাংশ দগ্ধ হয়েছিল। দগ্ধ আরও একজন শিশুর চিকিৎসা চলছে।
নিউজনাউ/আরবি/২০২২