alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

'গর্বিত তিন ঢাবিয়ানের' লজ্জাজনক অপকর্ম!

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:৩১ এএম

'গর্বিত তিন ঢাবিয়ানের' লজ্জাজনক অপকর্ম!
alo

 

নিউজনাউ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারাকে গর্ব হিসেবে মনে করেন সেখানকার ছাত্ররা। তবে নেতিবাচক কারণেও সংবাদের শিরোনাম হন কিছু ছাত্র। এবার ছিনতাইয়ের চেষ্টাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশের একটি টহল টিম।

সোমবার (৬ ফেব্রুয়ারি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

বুয়েট কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তায় শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত  তিনটায় কাভার্ড ভ্যান আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। টাকা না পেয়ে ড্রাইভারের কাছ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হন তারা। পরে তাদের নামে ভুক্তভোগী মামলা করলে রবিবার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়।

আটককৃত শিক্ষার্থীরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল, একই শিক্ষাবর্ষের আটক বাকি দু'জন  সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক আহম্মদ, এবং ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মোঃ রাহাত রহমান।

শাহবাগ থানা সূত্র জানায়, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে বুয়েট মসজিদের সামনে ট্রাকচালক জুয়েলকে থামিয়ে মারধর ও টাকা ছিনতাইকালে অভিযুক্ত তিন শিক্ষার্থীকে আটক করেন দায়িত্বরত শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ছানী।

নিউজনাউ/এমএন/পিপিএন/২০২৩

X