নিউজনাউ ডেস্ক: হাফ ভাড়ার দাবিতে বনানীতে আন্দোলনরত শিক্ষার্থীরা মালিকপক্ষের আশ্বাসে সড়কের অবরোধ তুলে নিয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর আড়াইটায় তারা সড়ক ছেড়ে দেন।
এর আগে ডিএনসিসির ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী বৃহস্পতিবার দুপুরে মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা বনানী বিদ্যানিকেতনে বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, চক্রাকার বাসে হাফ ভাড়া কার্যকরের দাবিতে বনানীতে সড়ক করেন শিক্ষার্থীরা। তারা বনানীর কামাল আতাতুর্ক সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।
নিউজনাউ/আরবি/২০২২