alo
ঢাকা, মঙ্গলবার, অক্টোবর ৪, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ

নিজ বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২২, ০৬:৪০ পিএম

নিজ বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
alo

নিউজনাউ ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ার একটি বাসা থেকে নীলুফা আক্তার হাসি (৩৬) নামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর স্বামী উপ-পরিদর্শক বজলুর রশিদ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) মেকানিক্যাল শাখায় কর্মরত রয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) সকালে খিলগাঁও এলাকার তিলপাড়া ১১ নম্বর রোডে ১৮৫ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নীলুফা পাবনার সুজানগর উপজেলার মো. হাতেম আলীর মেয়ে। বর্তমানে ১ ছেলে ও ২ মেয়ে সহ স্বামীর সঙ্গে খিলগাঁওয়ের ওই বাসায় থাকতেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম গণমাধ্যমকে বলেন, পরিবারের সদস্যরা দাবি করেছেন, ওই নারী দীর্ঘদিন যাবৎ নানা রোগে আক্রান্ত ছিলেন। সংবাদ পাওয়া যায় সকালে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।


নিউজনাউ/এসকে/২০২২ 

X