নিউজনাউ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে ডলারের কোনো সঙ্কট নেই। বরং আগের চেয়ে ডলারের যথেষ্ঠ মজুদ রয়েছে। অর্থ পাচার বন্ধ করতে আমদানি-রফতানিতে এলসি দিতে সরকার বাড়তি সতর্কতা অবলম্বন করছে বলেও তিনি জানান।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর বুয়েটের খেলার মাঠে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০১-০৬ সালে রিজার্ভের পরিমাণ ছিল ৩ বিলিয়ন ডলার। এখন ৩৪-৩৫ বিলিয়ন ডলার। আমাদের এখন কোনো ডলার সঙ্কট নেই।
এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, অনেক দুষ্টু লোক এলসিতে ওভার ইনভয়েসের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে। সে কারণে সরকার এ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিয়ে থাকতে পারে। তবে এলসি নিয়ে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এটা বাংলাদেশে ব্যাংক বা বাণিজ্য মন্ত্রণালয় বলতে পারবে।
এ সময় আব্দুল মোমেন জানান, দেশে খনিজ ও জ্বালানি সম্পদের সংকট রয়েছে। এ সংকট সারাবিশ্বে বিদ্যমান। বিশ্বজুড়ে বর্তমানে গ্যাসেরও সংকট চলছে। বাংলাদেশেও গ্যাস সংকট আছে।
চলমান গ্যাস সংকট মোকাবেলায় চীন বাংলাদেশকে গ্যাস দেয়ার আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
নিউজনাউ/আরবি/২০২২