alo
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ২৯, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২২, ০৮:৫৭ এএম

খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
alo


নিউজনাউ ডেস্ক: রাজধানীর খিলগাঁও বিশ্বরোডের স্টাফ কোয়ার্টার স্কুলের সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম।

নিহতরা হলেন- আলামিন (৩৫) মেহেদী হাসান (২৮) ও জজ মিয়া (৩৫)।

এসআই জহিরুল ইসলাম বলেন, শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্বরোড খিলগাঁও গভমেন্ট স্টাফ কোয়ার্টারের সামনে ফ্লাইওভারের উঠার কিছুটা আগে একই মোটরসাইকেলে থাকা তিনজন দুর্ঘটনার কবলে পড়েন। পরে লোকজন প্রথমে তাদের মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে একে একে তিন জনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ তিন জনের বাসা রাজধানীর মুগদা এলাকায়। হতে পারে তারা তিনজন বন্ধু। দাওয়াত থেকে মোটরসাইকেল যোগে মুগদা ফেরার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয় বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিউজনাউ/আরবি/২০২২

X