নিউজনাউ ডেস্ক: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেটে তেলবাহী দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট (কুর্মিটোলা ও উত্তরা) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সবশেষ খবর অনুযায়ী এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথিমকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
নিউজনাউ/আরবি/২০২২