নিউজনাউ ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হলো।
সোমবার (৯ জানুয়ারি) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম জবানবন্দি গ্রহন করে আগামী ১২ ফেব্রুয়ারি তাকে জেরার জন্য দিন ধার্য করেন।
এদিন জি কে শামীম আদালতে উপস্থিত থাকলেও তার মা পলাতক রয়েছেন। এরপর জি কে শামীমের উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এর আগে, ২০১৯ সালের ২১ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। এরপর তদন্ত শেষে ২০২০ সালের ২২ ডিসেম্বর দুদক জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেন।
অনুসন্ধানে জি কে শামীমের মা আয়েশা আক্তারের কোনো বৈধ আয়ের উৎসও খুঁজে না পাওয়া মামলাটি করে দুদক। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর নেতা জি কে শামীমকে গ্রেপ্তার করে র্যাব।
নিউজনাউ/আরএইচআর/২০২৩