চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বায়েজিদে নকল প্রসাধনী কারখানায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই। এ সময় কারখানার ম্যানেজার মো. খায়রুজ্জামান রাজুকে ৪ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
রবিবরা (৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফ্যাক্টরিতে আটক তিন শ্রমিককে বয়স বিবেচনায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
অভিযানের বিষয়ে জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত বলেন, " কারো বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবার বা তদন্ত করার জন্য নির্দেশ দেবার ক্ষমতা মোবাইল কোর্টের নাই। আমরা যাকে হাতে নাতে আটক করেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেহেতু মালিককে এখানে পাওয়া যায়নি সেহেতু মালিকের বিরুদ্ধে বায়েজিদ থানা পুলিশ নিয়মিত মামলার ব্যবস্থা নেবে।"
অভিযানের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, " ভেজাল বিরোধী এধরনের অভিযান অব্যাহত থাকবে। রিয়াজউদ্দীন বাজার সহ অন্যান্য যেসকল বাজারে এগুলো বিক্রি হয় সেসকল জায়গায় আমরা অভিযান চালাব।"
অভিযানে অনুমতি ছাড়া বিএসটিআই’র লোগো ব্যবহার ৫ লক্ষ টাকার অবৈধ পণ্য ধ্বংস করা হয়।
নিউজনাউ/জেআর/২০২৩