চট্টগ্রাম ব্যুরো: কোতোয়ালী থানাধীন চেরাগী পাহাড় এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আসকার বিন তারেক ওরফে ইভান নামের এক ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় শ্রাবন দে (২০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া দশটার দিকে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শ্রাবন দে একই থানার করনখাইন এলাকার সাধুর বাড়ির বাসিন্দা।
কোতোয়ালী থানার পরির্দশক (অপারেশন) ও মামলার তদন্ত কর্মকর্তা রুবেল হাওলাদার নিউজনাউকে বলেন, আসকার হত্যা মামলার এজাহারভুক্ত দীর্ঘদিন পলাতক থাকা শ্রাবন দে নামে আরও এক আসামিকে পটিয়া থানা এলাকা থেকে বুধবার রাতে সোয়া দশটার দিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির নিউজনাউকে বলেন, আসকার বিন তারেক হত্যাকাণ্ডে জড়িত এজাহারভুক্ত আসামি শ্রাবণ দে-কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জিজ্ঞাসাবাদের জন্য শ্রাবনকে রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল নগরের চেরাগী পাহাড়ের গলিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন আসকার বিন তারেক ওরফে ইভান (১৮) নামের এক ছাত্রলীগ কর্মী। আসকার বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। এ ঘটনার এক দিন পর আসকারের বাবা কোতোয়ালী থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলায় এখন পর্যন্ত একাধিকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
নিউজনাউ/এআর/পিপিএন/২০২৩