চট্টগ্রাম ব্যুরো: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে সিজল কারখানাকে ৫০ হাজার ও মধুবন কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। এ ছাড়া অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় সিজলকে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে নগরের জালালাবাদ বিসিক শিল্প নগরীতে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং বিএসটিআই। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
এসময় সিজলের কারখানায় দেখা যায়, ভিন্ন ঠিকানায় তৈরি খাবারের প্যাকেট। মিষ্টি বা অন্যান্য খাদ্যদ্রব্য তৈরির জন্য তাদের নেই কোন প্রকার লাইসেন্স। অনুমতি ছাড়া লোগো ব্যবহার করায় ১ লাখ ও ময়লা পরিবেশে খাবার তৈরির দায়ে ৫০ টাকা জরিমানা করা হয় সিজল কারখানার ব্যবস্থাপক মো: মিজানুর রহমানকে।
ফ্রিজে রাখা দই এবং রসমালাইর বাক্সে অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে বিএসটিআইয়ের লোগো। মাটিতে পড়ে ছিল সন্দেশ ও অন্যান্য খাদ্যদ্রব্য। বিক্রির জন্য তৈরি এসব মিষ্টি রাখা ছিল তেলের ড্রামে। সয়াবিন তেলের পরিবর্তে ব্যবহৃত হচ্ছিল পামওয়েল ও ডালডা।
এ ছাড়া পাশে অবস্থিত মধুবনের কারখানায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত নিউজনাউকে বলেন, এসব কারখানায় ময়লা পরিবেশে খাদ্য তৈরি হচ্ছিলো। অস্বাস্থ্যকর খাদ্য তৈরির দায়ে সিজলকে ৫০ হাজার ও মধুবনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অনুমোদন ছাড়া লোগো ব্যবহার করায় সিজলকে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই।
নিউজনাউ/এফএএস/২০২৩