alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বাশঁখালীর ইউপি চেয়ারম্যান লেয়াকত গ্রেপ্তার

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:১৪ পিএম

বাশঁখালীর ইউপি চেয়ারম্যান লেয়াকত গ্রেপ্তার
alo

 

বাশখালী প্রতিনিধি: বালুর ঠিকাদারি নিয়ে বিরোধের জেরে পুলিশের সাথে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনায় বাশঁখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা লেয়াকত আলীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে নগরের সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন নিউজনাউকে বলেন, বাঁশখালীর গন্ডামারা এস আলম কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বালু ভরাটের কাজ পাওয়া ঠিকাদারকে কাজে বাধা দেয়, শ্রমিকদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে পুলিশের উপর চাওড়া হয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় ৬ পুলিশহ ১৩ জন আহত হয়।

তিনি আরও বলেন, তাকে (লেয়াকত) চাঁদাবাজি, পুলিশের উপর হামলা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) লেয়াকত আলীকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলেও জানান ওসি।

নিউজনাউ/এআর/আরএইচআর/২০২৩

X