চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শীর্ষ ঋণ খেলাপি রাইজিং ষ্টীল লিমিটেডের মালিকের ছোট ভাই পরিচালক জসিম উদ্দিন চৌধুরীকে (৬১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় ফেনী মডেল থানার মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরী চট্টগ্রামের বিএনপির কারাবন্দী নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই। তার বিরুদ্ধে মোট ৮টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
র্যাব জানায়, সম্প্রতি গণমাধ্যমে শীর্ষ ২০ জন ঋণ খেলাপীর নাম প্রকাশ করা হয়। এরপরই ছায়াতদন্তে নামে র্যাব। প্রাথমিক তদন্তে রাইজিং স্টীল লিমিটেডের পরিচালক জসিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারী এবি ব্যাংকের নিকট থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাতের দুদকের মামলার তথ্য পাওয়া যায়। ২০১৬ সালের ১৭ জুলাই দুদক বাদী হয়ে চট্টগ্রামের হালিশহর থানায় একটি মামলা দায়ের করে যা বর্তমানে চট্টগ্রামের বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে। এই মামলায় রাইজিং স্টিল লিমিটেডের পরিচালক জসিম উদ্দীন চৌধুরীকে ৩নং আসামি করে ২০১৭ সালে চার্জশীট দাখিল করে। চার্জশীট গঠনের পর থেকেই জসিম উদ্দিন চৌধুরী পলাতক ছিল।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, জসিম উদ্দিন চৌধুরী পলাতক ছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাবের একটি দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মোহাম্মদআলী বাজার এলাকা থেকে জসিম উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
উল্লেখ্য, আসলাম চৌধুরী, তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা, দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে বেসরকারি এবি ব্যাংকের সোয়া ৩শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলার বিচার কাজ শুরু হয়েছে গত ৬ জানুয়ারি। আগামী ২ মার্চ মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরনো জাহাজ কেনার জন্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। ওই ঘটনায় ২০১৬ সালের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক মানিকলাল দাশ বাদি হয়ে আসলাম চৌধুরী ও তার দুই ভাই জসিম চৌধুরী, আমজাদ চৌধুরী এবং আসলাম চৌধরীর স্ত্রী নাজনীন মাওলাকে আসামি করে মামলা করেন।
গত ০৬ জানুয়ারি আদালত মামলাটির অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। অভিযোগ গঠনের দিন আদালতে উপস্থিত ছিলেন কারাগারে আটক আসলাম চৌধুরী। চট্টগ্রামের বিজ্ঞ বিভাগীয় বিশেষ জজ আদালত আসামিদের বিচার শুরুর আদেশ দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২ মার্চ দিন রাখেন।
নিউজনাউ/আরএইচআর/২০২৩