alo
ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ৩০, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে ধরা ‘আরসা’ নেতা, পালাচ্ছিলেন জেদ্দা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:০৭ পিএম

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে ধরা ‘আরসা’ নেতা, পালাচ্ছিলেন জেদ্দা
alo

 

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কথিত এক নেতাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) নিহাদ আদনান তাইয়ান।

গ্রেপ্তার ওই আরসা নেতার নাম মো. আসাদুল্লাহ। তিনি টেকনাফের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। রোহিঙ্গা ক্যাম্পে একজন রোহিঙ্গা হত্যা মামলার প্রধান আসামি তিনি। বাংলাদেশি পাসর্পোট ব্যবহার করে জেদ্দাগামী বিমানে সৌদি আরবে পালানোর চেষ্টা করছিলেন আসাদুল্লাহ।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান জানান, জেদ্দাগামী বিমান এয়ারলাইনসের ফ্লাইটের (বিজি-১৩৫) যাত্রী হিসেবে আসাদুল্লাহ বোর্ডিং পাস সংগ্রহ করেছিল। ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৭টায় শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। 

তিনি বলেন, গ্রেপ্তার আসাদুল্লাহ রোহিঙ্গাদের কাছে আরসা নেতা হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজনাউ/আরএইচআর/২০২৩


 

X