চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে আবুল খায়ের টোবাকো কোম্পানির ডিলারের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)। এসময় তাদের কাছ থেকে ৭ হাজার ৮শ মেরিস সিগারেট ও ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ও শুক্রবার চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার দাউদকান্দি থানার বেলানগর গ্রামের মো. মামুন (৩৪), তার ভাই মো. আলী (৩৮), একই এলাকার মো. রাসেল ও কুমিল্লার কোতোয়ালি থানার পশ্চিম বাগিচাগাঁও গ্রামের মো. এনায়েত উল্লাহ শান্ত (২৮)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গত ৫ জানুয়ারি ভুজপুরে নারায়ন হাট এলাকায় আবুল খায়ের টোবাকো কোম্পানির ডিলারের দোকান থেকে এক লাখ আবুল বিড়ি, ৭৮ হাজার মেরিস সিগারেট, দুই লাখ টাকা এবং দুইটি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুজপুর থানায় মামলা দায়ের হয়।
তিনি জানান, পরবর্তীতে আলাউদ্দিন ও রিপন নামে দুজনকে গ্রেপ্তারের পরে তাদের তথ্যের ভিত্তিতে নগরের হালিশহর, ডবলমুরিং ও কুমিল্লায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-৭।
আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, গ্রেফতার আসামিরা স্বীকার করে তারা আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রীয় সদস্য। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা ঘটনাস্থলে নাইট গার্ডের হাত-মুখ বেধে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করেছে বলে স্বীকার করে।
গ্রেপ্তার আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজনাউ/আরএইচআর/২০২৩