চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাকলিয়া থেকে জামায়াত ইসলামীর ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চাক্তাই ভেড়া মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ সেলিম (৫৩), মো. ফারুক হোসেন (৫১), ইশতিয়াক হায়দার (৩২), মো, আবু ইউসুফ সিদ্দিকী (৩২), জয়নুল আবেদীন (৫৭), মো. সানাউল্লাহ (৫১)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মিছিল বের করার চেষ্টা করছিল। ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, সকালে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় গ্রেপ্তারকৃতরা একটি মিছিল বের করার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিউজনাউ/আরএইচআর/২০২৩