নিউজনাউ ডেস্ক: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেপ্তর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ৩৭হাজার ১০১ পিস ইয়াবা, ৩০.৫ গ্রাম হেরোইন, ৭ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা রুজু হয়েছে।
নিউজনাউ/আরবি/২০২২