alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সকাল সাতটায় শিবিরের হঠাৎ মিছিল, গ্রেপ্তার ৪

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২২, ১০:১২ পিএম

সকাল সাতটায় শিবিরের হঠাৎ মিছিল, গ্রেপ্তার ৪
alo

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় ইসলামী ছাত্রশিবিরের একটি ঝটিকা মিছিলে ধাওয়া করে সংগঠনটির চার কর্মীকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

 

শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ষোলশহর রেলস্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়।

 

গ্রেপ্তার চার জন হলেন- ফাহিম (২১), তারেক আহমদ (১৮), তৌহিদুল ইসলাম (১৮) ও মোহাম্মদ নজরুল ইসলাম পারভেজ (২২)।

 

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, নগরের ষোলশহর রেলস্টেশন থেকে সকাল ৮টার দিকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি মুরাদপুর এলাকায় এলে পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আশপাশের বিভিন্ন গলি থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

নিউজনাউ/পিপিএন/২০২২

X