কর্ণফুলী প্রতিনিধি: হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ করেছেন চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের এক যুবক। বন্য হাতির পাল এসে তার ক্ষেতের ফলস খেয়ে ফেলায় সে এই অভিযোগ করেছে। হাতির উপদ্রব বন্ধে প্রশাসনের সহযোগিতা চাওয়া ব্যক্তি শিহাবুল হক চৌধুরী।
সোমবার আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান এর কাছে লিখিত অভিযোগ করেন তিনি। শিহাবুল হক চৌধুরী উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুরের বাসিন্দা। তিনি একজন তরুণ উদ্যোক্তা।
অভিযোগ পত্রে তিনি লেখেন, গত রবিবার (১৩ নভেম্বর) রাতে খাবারের খোঁজে আসা বন্যহাতির দল তার ৬শত জমিতে চাষাবাদকৃত কলাবাগান, সবজিসহ নারিকেল চারা খেয়ে পেলে। ভেঙে ফেলে বাগানের সীমানা প্রাচীরও। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শিহাবুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ে অবস্থান নেওয়া ৪টি হাতি রবিবার (১৩ নভেম্বর) রাতে খাবারের খোঁজে লোকালয়ে ডুকে পড়ে। সবাই মিলে হাতির পাল তাড়ানোর চেষ্টা করি। কিন্তু পারিনি, আমার অনেক ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আর কোনো উপায় না দেখে আমি থানায় জিডি করেছি। বন বিভাগের নম্বর না থাকায় পুলিশের সহযোগিতায় চেয়েছি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, ‘প্রায়ই পাহাড় থেকে ওই এলাকার লোকালয়ে হাতির পাল চলে আসে। এবারও সম্ভবত এসেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা খতিয়ে দেখছি। তবে আমরা বিষয়টি বন বিভাগকেও জানিয়ে রাখব।’
বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, কেইপিজেডের পাহাড় থেকে আসা বন্য হাতির একটি দল লোকালয়ে ঢুকে বসতঘরে ভাঙংচুর, ফসলি জমির ধান নষ্ট ও মানুষদের উপর হামলার ঘটনা নতুন নয়। কয়েক বছর ধরে হাতি গুলো সরিয়ে নেওয়ার জন্য বনবিভাগকেও জানানো হয়েছে। কিন্তু কোনো সুফল আসেনি। এসব বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আহবান করছি।
আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, হাতি গুলোর বিষয়ে বন বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজনাউ/পিপিএন/২০২২