alo
ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

বদলির পর বরখাস্ত ছাত্রী আন্দোলনে অবরুদ্ধ সেই প্রধান শিক্ষক

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৩, ১১:৩৯ পিএম

বদলির পর বরখাস্ত ছাত্রী আন্দোলনে অবরুদ্ধ সেই প্রধান শিক্ষক
alo

 

চট্টগ্রাম ব্যুরো: যৌন নিপীড়নের অভিযোগে ছাত্রীদের আন্দোলনে অবরুদ্ধ থাকা সেই প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়ে বরখাস্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষ।

আলাউদ্দিন কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। 

সোমবার (২ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খালেদ মাহমুদ এক অফিস আদেশে তাকে বরখাস্ত করেন।

এর আগে যৌন নিপীড়নের অভিযোগে ছাত্রীদের কাছে অবরুদ্ধ হওয়ার পর সিটি করপোরেশন তাৎক্ষণিকভাবে এই প্রধান শিক্ষককে বদলি করে। সেদিনই শিক্ষার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগে বর্তমানে সংযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনের বিরুদ্ধে কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় শৃঙ্খলা পরিপন্থি ও বিভিন্ন অনিয়মের বিষয়ে বহুল প্রচারিত সংবাদপত্রসহ ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রাথমিক সত্যতা থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের চাকরি বিধিমালা ২০১৯ এর ৫৫ ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাপ্য হবেন।

নিউজনাউ/পিপিএন/২০২২

X