alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

প্রশিক্ষণে দুর্ঘটনা: বরিশালে ক্যাডেট কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:৫৪ পিএম

প্রশিক্ষণে দুর্ঘটনা: বরিশালে ক্যাডেট কলেজ শিক্ষার্থীর মৃত্যু
alo

 

নিউজনাউ ডেস্ক: প্রশিক্ষণের সময় রশি থেকে পড়ে গিয়ে মারা গেছেন সালমান রহমান জুবায়ের (নামে) বরিশাল ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীর।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৭টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত সালমান রহমান জুবায়ের বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। সালমান পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিষয়ের বিভাগীয় প্রধান মো. শাহজালালের ছেলে।

বিষয়টি নিশ্চিত করতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিজয় জানান, বিকেল পাঁচটার দিকে রক্তাক্ত অবস্থায় ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডা.পারভেজ মেহেদী ইসিজি পরীক্ষা করার পর তাকে মৃত বলে জানান।

তিনি আরও জানান, মৃত জানানোর পরও অভিভাবকরা সালমানকে চিকিৎসার জন্য বরিশালের সিএমএইচ হাসপাতালে নিয়ে যায় ।

নিউজনাউ/আরএইচআর/২০২৩

X