alo
ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ১, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২২, ০৫:৩০ পিএম

গাজীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
alo

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন কড্ডা খোয়ারপাড়া এলাকায় তুরাগ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার কড্ডা খোয়ারপাড়া এলাকার আলী আকবরের ছেলে সাঈম হোসেন (১৩) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শিশির (১২)।

এলাকাবাসী জানান, কড্ডা খোয়ারপাড়া মসজিদের পাশে তুরাগ নদে তিন শিশু গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সাঈম ও শিশির পানিতে ডুবে যায়। এ সময় অপর এক শিশু ডাক-চিৎকার শুরু করে। 

পরে আশেপাশের লোকজন গিয়ে সাঈম ও শিশিরকে উদ্ধার করে। পরে তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) মতিউজ্জামান জানান, পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। পরে আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজনাউ/এবি/২০২২

X