রংপুর ব্যুরো: যাত্রী পরিবহনে উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেরা ট্রাভেল এজেন্সি হিসেবে সিফাত ট্যুর এন্ড ট্রাভেলসকে সম্মানিত করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) রাতে নীলফামারীর সৈয়পুর ইকো রিসোর্টে আনুষ্ঠানিকভাবে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন সিফাত টুর এন্ড ট্রাভেল এজেন্সি এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল ইসলামের হাতে।
এসময় উপস্থিত ছিলেন নভোএয়ারের হেড অব সেল মার্কেটিং মেজবাউল আলম, সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার শুপ্লব কুমার ঘোষ স্থানীয় সুশিল সমাজের প্রতিনিধিরা।
এসময় নভোএয়ার’র ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জানান, বিশ্বমানের সেবা প্রদানের প্রতিশ্রুুতি নিয়ে এই এয়ারলাইন্সের যাত্রা শুরু। যাত্রীসেবার মানের ক্ষেত্রে কখনোই আপোষ করা হয়নি। একইভাবে রংপুর বিভাগের আট জেলার সম্মানিত যাত্রীদের সেবা দেয়ার চেষ্টা করেছে শিফাত টুর এন্ড ট্রাভেল এজেন্সি।
নিউজনাউ/আরএইচআর/২০২৩