alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

মা হচ্ছেন মাহিয়া মাহি!

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী, ২০২৩, ০৬:৩০ পিএম

মা হচ্ছেন মাহিয়া মাহি!
alo

নিউজনাউ ডেস্ক: মা হচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অনেক দিন ধরে শুনে আসা সংবাদের সত্যতা দেখতে চাচ্ছেন ভক্তরা। তাই তাদের আগ্রহ মা হওয়ার দিনক্ষণে। মা হচ্ছেন ঠিক আছে, কিন্তু কবে মা হচ্ছেন তিনি? সেই গত ১২ সেপ্টেম্বর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। 

যখন এই স্ট্যাটাস দিয়েছিলেন মাহি, তখন তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা। সেই হিসাবে বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা ঢাকাই সিনেমার এই নায়িকা। প্রথম সন্তানের মুখ দেখার অপেক্ষায় মিষ্টি এই নায়িকা। 

সম্প্রতি গণমাধ্যমে মাহিয়া মাহি জানিয়েছেন, চিকিৎসকের ধারণা, আড়াই মাস পরেই সন্তান ভূমিষ্ঠ হতে পারে। অর্থাৎ আড়াই মাস পরেই মা হবেন মাহি।

মাহি জানিয়েছেন, এরই মধ্যে শ্বশুরবাড়ি থেকে উত্তরায় নিজের মায়ের বাড়িতে গেছেন। চিকিৎসকের কাছে নিয়মিত শরীর চেকআপ করছেন। আর চিতিৎসকের কথা শোনার পর থেকে তো দারুণ রোমান্স নিয়ে কাটছে তার দিন। যদিও কিছুদিন রাজনীতির মাঠে দৌঁড়াতে হয়েছে তাকে।

ছেলে না মেয়ে হবে, তা নিয়ে মাহি অবশ্য মন্তব্য করতে চাননি। তবে ছোট্ট করে বলেন, আমার মেয়ে সন্তান পছন্দ। কেন জানি আমি মেয়ে শিশুর প্রতি দুর্বল।

আগামী ১৭ ফেব্রুয়ারি মাহিয়া মাহির ‘বুবুজান’ সিনেমা মুক্তি পাবে। তার আগে ছবির প্রচারে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন মাহি, ‘প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রচারের একটা সূচি করা হয়েছে।

নিউজনাউ/কেআই/২০২৩

X