alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

সংগ্রামী নারী বুবলী!

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:১১ এএম

সংগ্রামী নারী বুবলী!
alo

নিউজনাউ ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতরে ‘চাট্টি গাট্টি রেডি কর/ রাস্তা মাইপা সইরা পর’ কথার গান বেজে উঠে। এই গানের সঙ্গে নাচতে শুরু করেন তরুণ-তরুণীরা। কালো রঙের পার্টি পোশাকে নাচেন জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। সঙ্গে আরও ছিলেন অভিনেতা আদর আজাদ।

গত বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামের সামনে এভাবেই ‘লোকাল’ সিনেমার একটি গানের শুটিং হয়।

পরিচালক সাইফ চন্দন জানান, সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত এভাবেই শুটিং হয়েছে গানটির। এতে শতাধিক কলাকুশলীরা অংশ নিয়েছেন।

এই সিনেমায় একজন সংগ্রামী নারী চরিত্রে দেখা যাবে বুবলীকে। এলাকার নানা বাধা পেরিয়ে এক সময় নিজেকে প্রতিষ্ঠা করবেন একজন নেত্রী হিসেবে।

সিনেমার গল্প সম্পর্কে নির্মাতা বলেন, এটি লোকাল পলিটিক্যাল থ্রিলার ধরানার একটি সিনেমা। এর চিত্রনাট্যে নতুনত্ব রয়েছে। মফস্বল এলাকার মানুষের জীপনযাপন, সংগ্রামসহ তাদের সংস্কৃতি তুলে ধরা হবে। এতে আদার আজাদকে স্থানীয় মাস্তান ধরনের ছেলের চরিত্রে দেখা যাবে।

নিউজনাউ/কেআই/২০২৩

X