চট্টগ্রাম ব্যুরো: তাহসান রহমান খান। একজন জনপ্রিয় গায়কই নন শুধু, সেইসাথে গীতিকার, সুরকার, অভিনেতা ও উপস্থাপক। তবে তিনি গানের জগতেই বেশ সমাদৃত। গানের ক্যারিয়ারে ২০ বছর পূর্তি উপলক্ষে শুরু হতে যাচ্ছে ফ্রেশ প্রিমিয়াম টি-এর মিউজিক্যাল প্ল্যাটফর্ম ‘ফ্রেশ সাউন্ড’। যেটি আয়োজন করেছেন দেশের স্বনামধন্য চায়ের ব্র্যান্ড ফ্রেশ প্রিমিয়াম টি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে ফ্রেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ১১ই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে ‘ফ্রেশ সাউন্ড’ দেশব্যাপী কনসার্ট ট্যুর শুরু করবে।
পাশাপাশি চট্টগ্রামের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘চট্টগ্রাম থেকে তাহসানের সাথে’ আয়োজনে তাহসান খান সংগীতজীবনের ২০ বছর পূর্ণ করবেন।
এদিকে, তাহসান ২০ বছর পূর্তিতে ফেসবুকে উচ্ছ্বাসের সহিত লেখেন, 'বিশ বছরের বিশ গান নিয়ে আসছি তোমাদের শহরে…আমার পৃথিবী, এখনো, প্রার্থনাদ, ঈর্ষা, অপমিত, কিছু শিহরণ, প্রেম তুমি, ছুঁয়ে দিলে মন, কেন হঠাৎ এলে, কতদূর, যত ভুল, কেউ না জানুক, কে আঁকে অন্য ছবি, প্রেমাতাল, আমি সেই সুতো, হঠাৎ এসেছিলে, কে তুমি, প্রত্যাবর্তন, আলো আর সেই তুমি কে! দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।'
জানা গেছে, এ কনসার্টে তাহসান তার বিখ্যাত সব গানগুলি গাইবেন। কনসার্টের চমক হিসেবে থাকছে ফেসবুকে ’সেই তুমি কে?’- গানটি কাভার করা ভক্তদের মধ্য থেকে নির্বাচিত একজন। তিনি সুযোগ পাবেন তাহসানের সঙ্গে মঞ্চে গান গাওয়ার।
উল্লেখ্য, তাহসান ফ্রেশ প্রিমিয়াম টি-এর সঙ্গে গত ২ বছর ধরে কাজ করেছেন। ফ্রেশ প্রিমিয়াম টি-এর সঙ্গে রিলিজ হয়েছে ‘সেই তুমি কে?’ গানটি।
নিউজনাউ/এসবি/পিপিএন/২০২৩