alo
ঢাকা, সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

শাকিবের সাথে প্রেমের গুঞ্জনের মাঝেই যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা

প্রকাশিত: ০২ অক্টোবর, ২০২২, ০৫:৪৪ পিএম

শাকিবের সাথে প্রেমের গুঞ্জনের মাঝেই যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা
alo

নিউজনাউ ডেস্ক: বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন চিত্রনায়িকা পূজা চেরি। অবশেষে সেটা পেয়েও গেলেন। রবিবার (২ অক্টোবর) দুপুরে ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন নায়িকা।

নিজের এবং মায়ের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ছবি পোস্ট করে ক্যাপশনে পূজা লেখেন, ‘অবশেষে আমরা এটা পেয়েই গেলাম।’ সঙ্গে জুড়ে দেন হাতজোড় ইমোজি।

 


ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে পূজা চেরির প্রেমের সম্পর্ক আছে বলে ফিল্মপাড়ায় জোর গুঞ্জন চলছে অনেক দিন ধরে। বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি এ নায়িকা। এরমধ্যেই যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির খবর জানালেন তিনি। 

অপুর ছেলের জন্মদিনে বুবলীর বেবি বাম্প প্রকাশ, এরপর ছেলেকে প্রকাশ্যে আনা, শাকিব-পূজার প্রেমের গুঞ্জন সব মিলিয়ে ঢাকাই সিনেপাড়া এখন সরগরম। এরমধ্যেই পূজার যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি নেটিজেনদের মুখরোচক আলোচনাকে যেন আরও উস্কে দিয়েছে।

ধারণা করা হচ্ছে, শাকিবের সঙ্গে সিনেমার শুটিং করতেই যুক্তরাষ্ট্রে যাবেন পূজা। কারো কারো মতে, শুটিংয়ের নামে গেলেও মূলত শাকিবের প্রেমের টানেই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন ‘পোড়ামন’ নায়িকা। দেখা যাক শেষ পর্যন্ত ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায়!

উল্লেখ্য, ‘গলুই’ সিনেমাতে সর্বপ্রথম একসঙ্গে জুটি বাঁধেন শাকিব-পূজা। শাকিব প্রযোজিত ‘মায়া’ শিরোনামের সিনেমায়ও কাজ করতে যাচ্ছেন তিনি।

নিউজনাউ/এবি/২০২২

X