alo
ঢাকা, মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

গত দশকের চলচ্চিত্রের সেরা গায়ক চট্টগ্রামের চন্দন সিনহা

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২২, ১২:২৩ এএম

গত দশকের চলচ্চিত্রের সেরা গায়ক চট্টগ্রামের চন্দন সিনহা
alo

 

নিউজনাউ ডেস্ক: দুই যুগেরও বেশি সময় ধরে গান করছেন চন্দন সিনহা। উপহার দিয়েছেন ‘আমি নিঃস্ব হয়ে যাব’সহ কিছু জনপ্রিয় গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী এবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে গত ১০ বছরের সেরা চলচ্চিত্রের গান হিসেবে শ্রেষ্ঠ গায়কের পুরস্কার পেলেন। অর্থাৎ ২০১২ থেকে ২০২২ এর মধ্যে চলচ্চিত্রের গান হিসেবে চন্দন সিনহা ‘নিঃস্ব’ গানের জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছেন। একই গানের গীতিকার হিসেবে কবির বকুল ও সুরকার হিসেবে তাপস পুরস্কার পেয়েছেন।

বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত গায়ক। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত ১০ বছরের সেরা গান হিসেবে নির্বাচিত হয়েছে আমার গাওয়া, এটা আমার জন্য ভীষণ আনন্দের। কেননা এই স্বীকৃতির মাধ্যমে আমি অনুমান করতে পারি আমি নিঃস্ব হয়ে যাব- গানটি মানুষ এখনো ঠোঁটে ঠোঁটে সুরের সঙ্গে বহন করছে।’

উল্লেখ্য, চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ঔষাধালয় পরিবারে চন্দন সিনহার জন্ম। সাংস্কৃতিক আবহেই বড় হয়েছেন তিনি। তাঁর স্বপ্ন ছিল মুম্বাইতে গান করার। সেজন্য বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলেন। কিন্তু সে স্বপ্ন পূরণ না হওয়ায় ফিরে আসেন দেশে। সখ্য হয় প্রয়াত পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে। তার বেশির ভাগ নাটক বা সিনেমায় পুরুষ কণ্ঠ হিসেবে ছিল চন্দন সিনহার কণ্ঠ। এর বাইরেও অনেক শ্রোতা নন্দিত গান উপহার দিয়েছেন এই গায়ক।

তাঁর দর্শকপ্রিয় বেশকিছু গান হলো- ‘তোমাকে চাই এ বসন্তে’, ‘যদি ফুলের মত জীবন ঝরে যায়’, ‘তোমাকে যে কথা আমি বলতে চাই’, ‘তুমি বিশ্বাস কর না কর’, ‘তুমি আমার ভালোবাসার সকাল দুপুর বেলা’, ‘ঠিকানাবিহীন তোমাকে খুঁজব কোথায়’, ‘তুমি আমি চলো না’ এবং ‘আমি নিঃস্ব হয়ে যাব’।

সম্প্রতি পূজা চেরী অভিনীত হৃদিতা চলচ্চিত্রেও চন্দন সিনহার গাওয়া ‘ঠিকানাবিহীন’ গানটি বেশ শ্রোতাপ্রিয়তা পায়।

নিউজনাউ/পিপিএন/২০২২

X