alo
ঢাকা, বুধবার, মার্চ ২২, ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

নাসির-ইলিয়াসকে একসঙ্গে দেখে ক্ষোভ ঝাড়লেন সুবাহ

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২২, ০৬:৫৩ পিএম

নাসির-ইলিয়াসকে একসঙ্গে দেখে ক্ষোভ ঝাড়লেন সুবাহ
alo

নিউজনাউ ডেস্ক:  সম্প্রতি ক্রিকেটার নাসির হোসেনের ফেসবুক ওয়ালে প্রকাশ করা একটি ছবিতে নাসির আর ইলিয়াসের ছবি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাদের দুজনের সাবেক স্ত্রী উদীয়মান চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা। তিনি বলেছেন, তার সাবেক দুই স্বামী নাসির এবং ইলিয়াস দুজন মিলে তাকে ফাঁসিয়েছেন।

গত ১ নভেম্বর দুপুর বেলা সংগীতশিল্পী ইলিয়াস তার ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেন। সেখানে একসঙ্গে দেখা মেলে ক্রিকেটার নাসির ও গায়ক ইলিয়াসের। দুজনেই হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পুরোনো বন্ধু’। এই ছবি দেখে এমন মন্তব্য করেন সুবাহ।

 


 

সুবাহ আরও বলেন, ‘ছবিগুলো দেখে আমি বেশ অবাক হয়েছি। যেহেতু তাদের (নাসির-ইলিয়াস) সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাই তারা ছবি দিলো নাকি ভিডিও দিলো, তাতে আমার কিছু যায়-আসে না। তবে তারা দুজন বন্ধু, এটি আগে জানতাম না।’

উল্লেখ্য, গত ২১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ‘বসন্ত বিকেল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সুবাহর। এতে তার বিপরীতে অভিনয় করেন শিপন মিত্র ও তানভীর তনু। আরবিএস টেক লিমিটেড প্রযোজিত সিনেমাটির গল্প-চিত্রনাট্যের পাশাপাশি পরিচালনাও করেছেন রফিক সিকদার।

নিউজনাউ/এসএইচ/২০২২ 

X