alo
ঢাকা, সোমবার, ডিসেম্বর ৫, ২০২২ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

ছোট্ট শেহজাদ বাবার মতো সুপারস্টার!

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২২, ০৭:৪৭ পিএম

ছোট্ট শেহজাদ বাবার মতো সুপারস্টার!
alo

নিউজনাউ ডেস্ক:  ঢালিউড পাড়ার আলোচিত সমালোচিত জুটি শাকিব খান ও বুবলীর আড়াই বছরের ছেলে শেহজাদ খান বীর। বাবা মায়ের মতো তাকে ঘিরেও নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। 
মঙ্গলবার (১৫ নভেম্বর) বুবলী তার পেজে বীরের তিনটি ছবি পোস্ট করেন। সেখানে দোলনায় শুয়ে থাকতে দেখা যায় বীরকে। তার সেই ছবিগুলোও সামনে আসতেই লুফে নেয় শাকিব ভক্তরা। বিভিন্ন গ্রুপে ভেসে বেড়াতে থাকে সেগুলো।

একই সঙ্গে শেহজাদকে নিয়েও অনেকই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ছোট্ট শেহজাদ বাবার মতো সুপারস্টার! অনেকেই আবার লিখেছেন, সুইট, কিউট, মাশাআল্লাহ। 

কেউ কেউ মন্তব্যে লিখেছেন, শেহজাদ পুরাই তার বাবা শাকিবের কার্বন কপি। শত শত মন্তব্যে নেটিজনরা শেহজাদের জন্য দোয়া ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

এর আগে রোববার বিকালে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতো সেখানেও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি-পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি, যা অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনুরাগীরা তার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

সেই পোস্টের ক্যাপশনে বীরের মা লিখেছিলেন, আবার বাবাজান সবাইকে সালাম (আসসালামু আলাইকুম) জানিয়েছে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শাকিব খান ও বুবলীর সন্তান শেহজাদ খানের খবর প্রকাশ্যে আসে। ৩০ সেপ্টেম্বর শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে শেহজাদের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।

বুবলীর পক্ষ থেকে জানা যায়, ২০২০ আমার ২১ মার্চ যুক্তরাষ্ট্রে শেহজাদের জন্ম হয়। ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।


নিউজনাউ/এসএইচ/২০২২
 

X