alo
ঢাকা, শনিবার, ডিসেম্বর ১০, ২০২২ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ

বার্সেলোনার জার্সিতে মেয়ের নাম জানালেন রণবীর-আলিয়া

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২২, ০২:৪৫ পিএম

বার্সেলোনার জার্সিতে মেয়ের নাম জানালেন রণবীর-আলিয়া
alo

নিউজনাউ ডেস্ক: বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুরের ঘরে নভেম্বরের ৬ তারিখে এসেছে কন্যা সন্তান। এই পুরানো খবরের নতুন রঙ হচ্ছে, কন্যার নাম।
মেয়ের নাম রেখেছেন রণবীরের মা নীতু কাপুর। আর তা প্রকাশ করা হয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনার জার্সিতে। কারণটা বার্সেলোনার ভক্ত  রণবীর, প্রিয় খেলোয়ার লিওনেল মেসি।
রণবীর ও আলিয়ার মেয়ের নাম রাখা হয়েছে ‘রাহা’। রাহার আক্ষরিক অর্থ ‘স্বর্গীয় পথ’ আবার আনন্দ, স্বাধীনতাও।

ইনস্টাগ্রামে মেয়ের নাম প্রকাশ্যে এনেছেন আলিয়া।

ইনস্টাগ্রামের ওই পোস্টে দেখা যায়, বলিউড ওই দম্পতি সামনাসামনি দাঁড়িয়ে আছেন। তাদের কোলে শিশুকন্যা। আর দেয়ালে ঝুলছে বার্সেলোনার জার্সি। সেখানে লেখা আছে ‘রাহা’। এভাবেই অভিনব পন্থায় মেয়ের নাম প্রকাশ্যে আনেন তারা।

আলিয়া লিখেছেন, ‘রাহা নামটির অনেকগুলো সুন্দর অর্থ আছে। আর এই নামটি রেখেছেন দাদি নীতু কাপুর। এই নামের অর্থ ‘ঐশ্বরিক রাস্তা’।
সোয়াহিলি ভাষায় রাহা হলো আনন্দ, সংস্কৃতে শব্দের অর্থ বংশ। আর বাংলায় এই শব্দের অর্থ স্বস্তি। আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। রাহা মানে আনন্দ, স্বাধীনতা ও স্বস্তি।
তিনি আরও লিখেন, ‘ওর নামের অর্থের মতোই যখন ওকে প্রথমবার কোলে নিই, তখন এই সবগুলোই অনুভব করি। ধন্যবাদ রাহা আমাদের পরিবারকে জীবন দেওয়ার জন্য। মনে হচ্ছে আমাদের জীবন নতুনভাবে শুরু হচ্ছে।’

নিউজনাউ/এসএইচ/২০২২ 

X