alo
ঢাকা, শুক্রবার, ফেব্রুয়ারী ৩, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

সিনেমায় অভিনয়ের ইচ্ছা মেহজাবিনের

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৩, ১০:০৩ পিএম

সিনেমায় অভিনয়ের ইচ্ছা মেহজাবিনের
alo

নিউজনাউ ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী নাটকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। তবে ভক্তদের জিজ্ঞাসা, কবে এই অভিনেত্রীকে সিনেমাতে দেখতে পাবেন। ভক্তদেরও নিরাশ করতে চান না মেহজাবিন। সিনেমায় অভিনয়ে তারও আগ্রহ রয়েছে। ভালো গল্প ও চরিত্র হলে সিনেমায় কাজ করতে চান তিনি। 

এ প্রসঙ্গে মেহজাবীন বলেন, 'অভিনয় এখন আমার জীবনের একটা অংশ। সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, আমি সবসময় চাই দর্শকদের কাছে ভালো কিছু পৌঁছাক। অভিনয় যেহেতু করি, সিনেমায় অভিনয়ের ইচ্ছাও আমার আছে। তবে তা কবে পূরণ হবে বলতে পারছি না। এ মাধ্যমে আমার পছন্দের গল্প রয়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবে থ্রিলার খুব পছন্দ করি।'

তিনি আরও বলেন, 'যখন কোনো থ্রিলার সিনেমা দেখি, খুব এনজয় করি। নিশ্চয়ই এ ধরনের কাজের একটা অংশ হতে আমারও খুব ভালো লাগবে। সিনেমায় আমার এ ধরনের গল্পে কাজ করতে আগ্রহ আছে। তবে সিনেমায় অভিনয় করতেই হবে এমনটা ভাবি না।' 

এদিকে জনপ্রিয় এ অভিনেত্রী নতুন বছরের শুরুতেই ‘কাজলের দিনরাত্রী’ নামে একটি নাটকে অভিনয় করেন। এ নাটকটি প্রচারে আসার পর দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। শিগগিরই নতুন নাটকের শুটিংয়ে অংশগ্রহণ করবেন।

নিউজনাউ/কেআই/২০২৩

X