alo
ঢাকা, শুক্রবার, ফেব্রুয়ারী ৩, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

‘মহানগর ২’ সহ ৮টি সিরিজ দিয়ে ‘হইচই’ চমক

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৩, ০৯:০৯ পিএম

‘মহানগর ২’ সহ ৮টি সিরিজ দিয়ে ‘হইচই’ চমক
alo

নিউজনাউ ডেস্ক: ভারতের ওয়েব প্ল্যাটফর্ম হইচই ক্রমশ জায়গা করে নিচ্ছে বাংলাদেশে। এমনকি সফল সব বাংলা কনটেন্টের বেশিরভাগই এই প্ল্যাটফর্মটির দখলে। যার সিংহভাগ আবার বাংলাদেশের নির্মাতা-কুশলীদের দৌলতে।

‘মহানগর’ থেকে ‘কারাগার’ হয়ে ‘কাইজার’- অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে সিরিজগুলো।

২০২৩ সালে হইচই সূচিতে রয়েছে ৮টি বাংলাদেশী কনটেন্ট। যেগুলো নির্মাণে আছেন তানিম নূর, সৈয়দ আহমেদ শাওকী, আশফাক নিপুণ ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় প্রমুখ। পাশাপাশি নতুন যুক্ত হচ্ছে সানী সানোয়ার– ফয়সাল আহমেদ, অনম বিশ্বাস, সাফায়েত মনসুর রানা, তানিম রহমান অংশু-দের মতো পরীক্ষিত নির্মাতাদের কনটেন্ট।

চলতি বছর হইচই অরিজিনাল সিরিজগুলোর মধ্যে থাকছে- মিশন হান্টডাউন, অ্যা কমন ম্যান, বুকের মধ্যে আগুন, রঙ্গিলা কিতাব, কাইজার লেভেল টু, মহানগর ২, অদৃশ্য এবং ডেল্টা ২০৫১।

২০২৩ সালে হইচই-এ প্রথমবারের মতো যুক্ত হলেন জিয়াউল ফারুক অপূর্ব ও বিদ্যা সিনহা মীম। ফিরতে দেখা যাবে আজমেরী হক বাঁধন এবং মোশাররফ করিমকে। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে এমনটাই জানিয়েছে হইচই কর্তৃপক্ষ।

নিউজনাউ/কেআই/২০২৩

X