নিউজনাউ ডেস্ক: বুধবার সকালেই বিয়ে বাড়ির এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। ছবি দেখেই বোঝা যাচ্ছে, বন্ধুর বিয়েতে চুটিয়ে মজা করছেন নায়িকা।
বন্ধুর বিয়ের ছবি পোস্ট করেই যত বিপত্তি। ভুল করে তিনি ইয়ার (বন্ধু) বানান yaar-এর বদলে লিখে ফেলেন year। এর জেরেই বদলে যায় পুরো অর্থ। ছোট্ট ভুলেই তার ক্লাস নিতে শুরু করে দেন নেটিজেনরা। যদি কিছু সময়ের মধ্যেই বানান সংশোধন করে নেন নায়িকা।
ভুল সংশোধনের পরেও তাকে ট্রোল করতে থাকে ট্রোলাররা। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা রকম মন্তব্য করতে থাকে।
বরাবরের মতোই ট্রোলারদের পাত্তা দেন নি শ্রাবন্তী। ছবিতে লাল বেনারসি ও সাবেকি সাজে শ্রাবন্তীর লুক ছিল নজরকাড়া।
নিউজনাউ/কেআই/২০২৩