alo
ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

অমিতাভের সিনেমা দেখে চ্যানেলে অভিযোগ!

প্রকাশিত: ২০ জানুয়ারী, ২০২৩, ০১:৫০ পিএম

অমিতাভের সিনেমা দেখে চ্যানেলে অভিযোগ!
alo

নিউজনাউ ডেস্ক:  ভারতীয় একটি টিভি চ্যানেলে একই সিনেমা বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে এক দর্শক সরাসরি অভিযোগ করে বসলেন। প্রায় প্রতি রবিবারই দেখানো হচ্ছিল অমিতাভ বচ্চন অভিনীত ‘সূর্যবংশ’ সিনেমাটি। আর থাকতে না পেরে অবশেষে চিঠি লিখলেন এক দর্শক। চিঠিতে তিনি লেখেন, ‘আপনার চ্যানেলের সৌজন্যে হীরা ঠাকুর (যে চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন) এবং তার পরিবারকে নিজেদের পরিবারের থেকেও বেশি জেনে গিয়েছি। স্বপ্নেও এই ছবির সংলাপ আওড়াতে পারব।’

বারবার একই সিনেমা সম্প্রচারে মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন সেই দর্শক। তিনি আরও লেখেন, ‘আমি জানতে চাই, আর কতবার এই ছবি সম্প্রচার করার পরিকল্পনা করেছে চ্যানেল? বারবার একই ছবির প্রদর্শন আমার মানসিক শান্তি বিঘ্নিত করলে সেই দায় কে নেবে? আমার একান্ত অনুরোধ, এই অভিযোগকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে সমাধান করা হোক।’

অবশ্য চিঠিতে নিজের নাম প্রকাশ করেননি ওই দর্শক। চিঠিটি সংশ্লিষ্ট চ্যানেলের মুম্বাইয়ের অফিসে পাঠানো হয়। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর একই অভিযোগ জানিয়ে অনেকেই টুইট করেছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তি পায় ‘সূর্যবংশ’ সিনেমাটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন অমিতাভ। সত্যনারায়ণ পরিচালিত সিনেমাটিতে অমিতাভ ছাড়াও আরও অভিনয় করেন জয়াসুধা, সুন্দরা, কাদের খান, অনুপম খের প্রমুখ।

নিউজনাউ/এফএস/২০২৩

X