alo
ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ

বাংলাদেশের সিনেমা হলেও মুক্তির অপেক্ষায় 'পাঠান'!

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১ পিএম

বাংলাদেশের সিনেমা হলেও মুক্তির অপেক্ষায় 'পাঠান'!
alo

নিউজনাউ ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত সিনেমা 'পাঠান' ভারতে মুক্তি পাচ্ছে ২৫শে জানুয়ারি। পাশাপাশি বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি দেশে আনার চেষ্টা চালাচ্ছে।


প্রযোজনা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ের কাছে চলচ্চিত্র শাখায় এ বিষয়ে চিঠি পাঠিয়েছে ।  আগামীকাল মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিনেমা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিভিন্ন গনমাধ্যমে জানানো হয়।

সার্কচুক্তিভুক্ত দেশসমুহের মুক্ত বাণিজ্য চুক্তিকেই সংক্ষেপে এবং ইংরেজিতে সাফটা (SAFTA) বলা হয়। ২০০৪ সালের জানুয়ারি মাসে ইসলামাবাদে এ চুক্তি স্বাক্ষরিত হয়। সার্কভুক্ত সবকয়টি দেশের মধ্যে চুক্তি হলেও ছবি আসছে কেবল ভারতের কলকাতার সিনেমাই এসেছে, যদিও হিন্দি কিছু সিনেমাও আনা হয়েছে। 


যদি ইতিবাচক সিদ্ধান্ত আসে তাহলে সিনেমাটি ভারতে মুক্তির ২ দিন পরই বাংলাদেশের দর্শকদের দেখতে পারার সম্ভাবনা আছে। 


উল্লেখ্য প্রায় ৪ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে  এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান , যেটি স্পাই ইউনিভার্সের অংশ।


নিউজনাউ/এসবি/এমআরএইচ/২০২৩

X